পদ্মশ্রী সম্মানিত এক টাকার ডাক্তার এর মূর্তিতে কালি ! ক্ষোভ বোলপুরে

19th August 2020 1:15 pm বীরভূম
পদ্মশ্রী সম্মানিত এক টাকার ডাক্তার এর মূর্তিতে কালি ! ক্ষোভ বোলপুরে


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : এক টাকার ডাক্তার - হিসাবেই পরিচিত তিনি । বিগত প্রায় ৫০ বছর ধরে এক টাকার বিনিময়েই পরিষেবা প্রদান করে আসছেন তিনি । সেই স্বনামধন‍্য পদ্মশ্রী ' সম্মানে সম্মানিত চিকিৎসক ডাঃ সুশোভন বন্দ‍্যোপাধ‍্যায় এর মূর্তিতে রাতের অন্ধকারে কালি মাখিয়ে দিল কে বা কারা । সকাল থেকেই এই ঘটনাকে ঘিরে ক্ষোভ বীরভূমের বোলপুরে । বিশ্বভারতীর পাঁচিল কান্ডের জের বলেই মনে করছেন সকলে । কিন্তু ডাঃ সুশোভন বন্দ‍্যোপাধ‍্যায় এর আবক্ষ মূর্তিতে এভাবে কালি মাখিয়ে দেবার ঘটনাকে নিন্দা জানিয়েছেন সমাজের সর্বস্তরের মানুষজন । সুশোভনবাবু যেহেতু বিশ্বভারতীর ইসি কমিটি তে রয়েছেন তাই হয়তো এই আক্রমণ ! যদিও এই ঘটনা গোটা বোলপুরবাসীর লজ্জা , সকলের মুখে কালি বলছেন শহরের বাসিন্দারা । 

পদ্মশ্রী সম্মান পাওয়ার পর বীরভূম জেলা তৃণমূলের সভাপতি অনুব্রত মন্ডল ডাঃ সুশোভন বন্দ‍্যোপাধ‍্যায় এর বাড়ির কাছাকাছি জায়গায় আবক্ষ মূর্তি টির উদ্বোধন করেন । সেই মূর্তিতে এভাবে কালি মাখানোর ঘটনায় আলোড়ন গোটা এলাকায় । বিশ্বভারতীতে সাম্প্রতিককালে নজিরবিহীন অশান্তি চলছে । পৌষ মেলার মাঠে পাঁচিল দেওয়াকে কেন্দ্র করে তোলপাড় । প্রশাসন কি পদক্ষেপ গ্ৰহণ করে সে দিকেই তাকিয়ে সকলে ।





Others News

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের

অবৈধ বালি উত্তোলন বন্ধে ড্রোন ক‍্যামেরায় নজরদারি জেলা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( বীরভূম ) : মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ‍্যোপাধ‍্যায় বারবার অবৈধ বালি খাদান ও বালি পাচার রোধে কড়া পদক্ষেপ গ্ৰহণের কথা জানিয়েছেন । তবুও রাজ‍্যের নানা জায়গায় একাংশ বালি ও কয়লা মাফিয়া চক্র সক্রিয় । এছাড়াও ওভারলোডিং এর ফলে রাস্তার ক্ষতি হচ্ছে নানা জায়গায় । অবৈধ বালি খাদান বন্ধে এবার ড্রোন ক‍্যামেরার সাহায‍্যে নজরদারি শুরু করলো বীরভূম জেলা পুলিশ । পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠী জানিয়েছেন , পুলিশ কর্মীরা যেমন রাস্তায় রাস্তায় নজরদারি চালাচ্ছেন তেমনি বিভিন্ন নদীতেও নজরদারি চালানো হচ্ছে । ড্রোন ক‍্যামেরার মাধ‍্যমে নানা জায়গায় দেখা হয় বালি খাদান কোথাও চলছে কি না । তবে সেরকম কোনো হদিশ পাওয়া যায় নি । গতকাল রাতে দুটি ট্রাক আটক করা হয়েছে বলে জানিয়েছেন পুলিশ সুপার । কোনোভাবেই অবৈধ বালি খাদান চালানো যাবে না বলে মুখ‍্যমন্ত্রী যে নির্দেশ দিয়েছেন তা কার্যকর করতেই কড়া পদক্ষেপ বীরভূম জেলা পুলিশের । তিলপাড়া ব‍্যারেজ সংলগ্ন এলাকায় নজরদারি চালালো মহম্মদবাজার থানার পুলিশ । অনান‍্য এলাকাতেও নজরদারি চলবে বলে জানা গেছে ।